শিশু জন্মের সুসংবাদ শুনে যে দোয়া পড়বেন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৪
শিশু জন্মের সুসংবাদ শুনে যে দোয়া পড়বেন
ধর্ম ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহান আল্লাহ যত নেয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে দামি নেয়ামত সন্তান। সন্তান দুনিয়াতে আসার মাধ্যম হলো বাবা-মা। যখন কোনো শিশুর জন্মের সংবাদ শুনবে, তার জন্য দোয়া করা উচিত।


নেককার সন্তান দানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ‘ধন, সম্পদ ও সন্তানসন্ততি পার্থিব জীবনের অলংকার।’ (সুরা: কাহাফ ৪৬)


শিশুর জন্মের সংবাদ শুনলে এ দোয়া পড়ুন:


(بَارَكَ اللَّهُ لَكَ فِي الـمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الوَاهِبَ، وبَلَغَ أشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ) উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাকা, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুজিকতা বিররাহু।


অর্থ: আল্লাহ আপনাকে যা দান করেছেন তাতে আপনার জন্য বরকত দিন, আপনি দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন, সন্তানটি পরিণত বয়স লাভ করুক এবং আপনি তার সদাচার লাভ করুন।


এক ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করার পর হাসান বসরি রহ. উল্লিখিত দোয়া পাঠ করেন। (আল আজকার লিল-নববী পৃষ্ঠা ৩৪৯)


সৎ সন্তান লাভের দোয়া


আদর্শ, সৎ-নিষ্ঠাবান ও উত্তম সন্তানের প্রত্যাশা সবার থাকে। তাই মা-বাবারও উচিত এমন সন্তানের জন্য দোয়া করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ উচ্চারণ: রব্বি হাবলি মিনাস সলিলিহিন। অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দিন। (সুরা: সফফাত ১০০)


মহানবী সা. বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল অবশিষ্ট থাকে। (এ সবের পুণ্য সে মৃত্যুর পরেও প্রাপ্ত হবে) ১. সদকায়ে জারিয়ার সাওয়াব, ২. মানবের উপকৃত জ্ঞানের পুণ্য এবং ৩. নেক সন্তানের দোয়া (মুসলিম ১৬৩১)।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com