শিরোনাম
শুক্রবারের গুরুত্ব
প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ১৩:০১
শুক্রবারের গুরুত্ব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে।।


● এই দিনে হযরত আদম (আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।


● এই দিনেই হযরত আদম (আ) পৃথিবীতে অবতরণ করেন।।


● সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সেদিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন।।


● শুক্রবার দু'আ কবুলেরও দিন, তবে দোয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।।


● এই দিনেই হবে কিয়ামত।।


এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তায়ালা, পরম করুনাময় আমাদের সগীরা (ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ঐ দিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের। সহীহ মুসলিমের হাদীসটি বর্ণিত হল:


আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সঃ) বলেন, ‘যদি কেউ যথাযথভাবে ওযু (পবিত্রতা অর্জন) করল, এরপর জুমার নামাযে আসলো, মনোযোগের সাথে খুতবা শুনলো এবং নীরবতা পালন করে, তার ঐ শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যবর্তী সকল ছোটোখাট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, সাথে অতিরিক্ত আরো তিনটি দিনেরও।’ (মুসলিম)। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের জানার এবং বুঝার তৌফিক দান করুন। আমীন।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com