শিরোনাম
কিয়ামত আগে দুনিয়ায় যে ১০ জিনিস থাকবে না
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩১
কিয়ামত আগে দুনিয়ায় যে ১০ জিনিস থাকবে না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন। এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেবো। দশটি জিনিস হল:


১. বরকত তুলে নেব


২. এবাদত থেকে মজা তুলে নেব


৩. পরস্পর মহব্বত তুলে নেব


৫. হক বিচার তুলে নেব


৬. ছবর (ধৈর্য্য) তুলে নেব


৭. আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না


৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব


৯. ঈমানদার থাকবে না। ঈমান উঠে যাবে।


১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব।


আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com