শিরোনাম
সৃষ্টিকর্তা নিয়ে বুদ্ধিবৃত্তিক উত্তর
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩১
সৃষ্টিকর্তা নিয়ে বুদ্ধিবৃত্তিক উত্তর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একদিন রাতে, এক হুজুর নামাজ পড়িয়ে মসজিদ হতে বাসায় ফিরছিলেন। পথের এক নাস্তিক তাকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তাহলে কি সৃষ্টিকর্তা ও অসংখ্য?


হুজুর লোকটির কথা শুনে পাশের বাড়ি হতে তিনটা কলস নিলেন। তারপর একটি পুকুর হতে কলস তিনটা পূর্ণ করে চাঁদের দিকে মুখ করে মাটিতে রেখে লোকটির কাছে জিজ্ঞাসা করলেন, দেখেনতো চাঁদ কয়টা....?


লোকটি দেখলো প্রতিটি কলসিতে একটি করে চাঁদের প্রতিচ্ছবি আছে। তাই তিনি বল্লেন, হুজুর মোট তিনটা চাঁদ আছে।


হুজুর কলসির সমস্ত পানি পুকুরে ঢেলে দিয়ে বললেন, আসলেই কি আকাশে তিনটা চাঁদ...?


এবার বিশাল এই দীঘিতে তাকিয়ে দেখতো, কয়টা চাঁদ দেখতে পাচ্ছেন?


লোকটি বলল, মাত্র একটা চাঁদ দেখা যায়।


হুজুর বললেন, কলসির মতো মানুষ নামের এই প্রাণীটির ও চিন্তাশক্তি সীমিত, আর এজন্যই আপনি তিনটা চাঁদ দেখেছেন। কিন্তু বিশাল এই জলরাশি আর দূরের ঐ সীমাহীন আকাশের দিকে তাকালে আপনি কেবল একটিই চাঁদ দেখতে পাবেন। মনে রাখবেন, পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকলেও অসংখ্য এই মানুষের সৃষ্টিকর্তা কেবল একজনই।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com