শিরোনাম
সনাতন ধর্মাবলম্বীদের মন্দির প্রদক্ষিণ করার কারণ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯
সনাতন ধর্মাবলম্বীদের মন্দির প্রদক্ষিণ করার কারণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্মীয় প্রথাগুলোর মধ্যে মন্দির প্রদক্ষিণ এক অতি সাধারণ ব্যাপার। এই প্রথা এতটাই নৈমিত্তিক, অনেক সময় একে আলাদাভাবে মনেও রাখেন না এ ধর্মে বিশ্বাসী সম্প্রদায়। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায়, এই মন্দির প্রদক্ষিণের প্রথাটি গভীরতর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে।

 

তবে তার আগে জানা দরকার মন্দির পরিক্রমার বিশেষ নিয়ম। যে কোনো দিক থেকে মন্দির প্রদক্ষিণ করা যায় না। শাস্ত্র অনুযায়ী, মন্দির পরিক্রমা করতে হয় ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম থেকে ডানে। সাধারণত তিনবার করতে হয় এই ক্রিয়া। বাম থেকে দক্ষিণে এই ক্রিয়া সম্পন্ন হয় বলেই এই ক্রিয়ার নাম প্র‘দক্ষিণা’।

 

হিন্দু ঐতিহ্য অনুসারে দক্ষিণাবর্ত এক পবিত্র বিষয়। এই ঘূর্ণনে পুণ্যলাভ হয়। এবার জেনে নিন এই তিন প্রদক্ষিণের তাৎপর্য-

 

• প্রথম পরিক্রমার অর্থ পার্থিব বন্ধন থেকে মুক্তি। দৈনন্দিনের গ্লানি থেকে মুক্তির প্রতীক এই পরিক্রমা।

 

• দ্বিতীয় পরিক্রমাটি পারিবারিক বন্ধনমুক্তির প্রতীক।

 

• তৃতীয় পরিক্রমা হল অহং থেকে মুক্তির প্রতীক।

 

এই তিন মুক্তি সম্পন্ন হলে তবেই মন্দিরে প্রবেশ করে দেব-দর্শনের উপযুক্ত হয় অন্তরাত্মা।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com