শিরোনাম
করোনার টিকায় রোজা ভাঙবে না: সৌদি গ্র্যান্ড মুফতি
প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ১৫:৪৩
করোনার টিকায় রোজা ভাঙবে না: সৌদি গ্র্যান্ড মুফতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার করোনা ভাইরাসের টিকা নিলে রোজা ভাঙবে না বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। দেশটির গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলার্স কাউন্সিলের চেয়ারম্যান, শিক্ষা গবেষণা ও ফতোয়া বোর্ডের প্রধান শায়খ ড. আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল-শায়খ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর হারামাইনশারিফাইন ডটকম।


তিনি বলেছেন, রোজা রেখে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তাকে প্রশ্ন করা হয়- ‘করোনার ভ্যাকসিন নিলে কি রোজা ভাঙবে?


এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে, ফতোয়া বিভাগের প্রধান শায়খ ড. আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আল-শায়খ বলেন-


‘আলহামদুলিল্লাহ’ সব প্রশংসা মহান আল্লাহর জন্য। সালাত ও সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর। করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে রোজা ভাঙবে না। কারণ এটি নেয়ার অর্থ এই নয় যে, তা খাবার এবং পাণীয়ের বিকল্প শক্তিবর্ধক বা পরিপূরক।


আর এটি হলো ভ্যাকসিন। যা মানুষের শরীরের মাংশপেশীতে দেয়া হয়। সুতরাং এটিতে রোজা ভাঙবে না।’


উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ও আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশের ওলামায়ে কেরামও করোনার টিকায় রোজা ভাঙবে না বলে ফতোয়া ও সিদ্ধান্ত জানিয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com