শিরোনাম
তাবলিগ জামাতের সবাইকে বাড়ি ফেরার আহ্বান
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৯:০৮
তাবলিগ জামাতের সবাইকে বাড়ি ফেরার আহ্বান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের বিস্তার রোধে তাবলিগ জামাতের প্রত্যেক সদস্যকে চিল্লা-মাস্তুরাত বাদ দিয়ে বাড়ি ফেরার আহ্বান জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) তাবলিগ জামাত বাংলাদেশের ফায়সাল ও আহলে শুরা প্রফেসর ইউনুস সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


এতে তাবলিগ জামাতের সদস্যদের উদ্দেশে বলা হয়, করোনাভাইরাস বিস্তাররোধে তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছে তারা যার যার বাড়ি রওয়ানা হয়ে যাবেন।



এতে আরো বলা হয়, সব জেলায় ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিটি গুরুত্ব দিয়ে নিজেরা ও সবাই বাস্তবায়ন করবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিবেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাড়ি গিয়ে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য ইবাদত ও তওবা এস্তেগফার করে পুরো উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন। আল্লাহ পাক পুরো বিশ্বে আমান ও রোগমুক্তি দান করেন। আমিন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com