শিরোনাম
হিজাব পরে ইতিহাস গড়লেন মার্কিন এমপি ইলহান
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ০৯:২৬
হিজাব পরে ইতিহাস গড়লেন মার্কিন এমপি ইলহান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে হিজাব পরে যোগদান করে ইতিহাস গড়েছেন সোমালিয়ান বংশোদ্ভূত নারী আমেরিকার প্রথম সংসদ সদস্য ইলহান ওমর। পবিত্র কুরআন হাতে নিয়ে তিনি শপথগ্রহণ করেছেন।


এক টুইট বার্তায় তিনি হিজাব সম্পর্কে সুস্পষ্ট মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘তিনি কোনোভাবেই হিজাব পরা পরিত্যগ করবেন না।’


তিনি বলেন, ‘সব সময় হিজাব পরা সহজ বিষয় নয়, তবুও তিনি হিজাবকে নিজের জন্য এক ধরনের প্রতিরোধক হিসেবে বেছে নিয়েছেন। তিনি কখনো হিজাব পরা ছেড়ে দেবেন না।’


ইলহান ওমর বলেন, ‘শুধু ধর্মীয় বাধ্যবাধকতার জন্যই তিনি হিজাব পরেন এমনটি নয়, বরং হিজাব পরে তিনি আনন্দও পান।’


মার্কিন কংগ্রেসে কুরআন হাতে নিয়ে শপথ নেয়া এ নারী সংসদ সদস্য শুরু থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একপেশে নীতির বিরোধিতা করে আসছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবেও উল্লেখ করেছেন।


২০১৮ সালে তিনি মিনোসোটা থেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন।


ইলহান ওমর তার পরিবারের সঙ্গে সোমালিয়া থেকে উদ্বাস্তু হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেন। ১৭ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব লাভ করেন এ নারী সংসদ সদস্য।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com