
চারিদিক ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে জায়গার সংকুলান হচ্ছে না। এই বছরের বর্ষার মওসুম যেন অভিশাপ নিয়ে এসেছে। বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেঙ্গু এখন সবচেয়ে বড় আতংকের নাম।
বাবা-মা হিসেবে বাড়তি সতর্ক থাকছি আমরা সবাই তবে সতর্কতার সাথে সাথে ডেঙ্গুর প্রজননস্হল ধ্বংস করা এবং ডেঙ্গুমুক্ত করতে প্রতিটা নাগরিকের ভূমিকা অগ্রগণ্য। সরকার সকল শক্তি দিয়ে পুরোপুরি নামলেও যদি আমরা শতভাগ সচেতন না থাকি তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
নিজ দায়িত্ব বাড়ির ভেতরের কোণায় কোণায় পরিষ্কার করতে হবে। ১৫ মিলি পানি জমলেই হতে পারে ডেঙ্গুর বসবাস। ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে আমি ছাদ পরিষ্কার করেছি, বাড়ির মালিক এবং সমিতির লোক পূর্ণ সহযোগিতা এবং উদ্যোগ নিয়েছে এই বিষয়ে। বাড়ির চারপাশের ড্রেন এবং বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং কোনো কিছুতে পানি ঝমছে কিনা তদারকি করছি।এখন বাড়তি সতর্কতা হিসেবে পেস্ট কন্ট্রোল করতে নেমে পড়েছি।মেয়ের স্কুলেও এক সেট দিয়ে আসা হয়েছে যেন তারা ব্যবহার করতে পারে। বাকিটুকু আল্লাহ ভরসা।
সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্হ থাকুন। সম্মিলিত উদ্যোগ ছাড়া এই দুর্যোগ মোকাবিলা করা কখনোই সম্ভব হবে না।
লেখক: আফরিন নুসরাত।সাবেক ছাত্রনেতা।
বিবার্তা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]