শিরোনাম
আসুন, এসব উন্নয়নের কথা জনগণকে জানাই
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৯
আসুন, এসব উন্নয়নের কথা জনগণকে জানাই
মো. নুর উদ্দিন রোকসার
মো. নুর উদ্দিন রোকসার
প্রিন্ট অ-অ+

এবারের ঈদে বাড়ি গিয়ে আমার নিজ জেলা ও পাশের জেলার বেশকিছু অঞ্চল ঘুরেছি। যখনই সুযোগ হয়েছে সাধারণ মানুষের সাথে মিশার চেষ্টা করেছি। রাস্তার মোড় ও ছোট বাজারগুলোতে ঈদে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় আর চায়ের চুমুকে চুমুকে নানান জনের নানান মত, তর্ক-বিতর্কগুলো গভীর আগ্রহে শুনেছি। বুঝতে সমস্যা হয়নি যে, প্রায় সকলেই নিজস্ব পরিসরে মোটামুটি স্বাবলম্বী।


লক্ষনীয় ব্যাপার ছিলো, প্রায় সকলের আলাপচারিতায় রাজনৈতিক আলোচনাই প্রাধান্য পাচ্ছিল। বলতে খারাপ লাগলেও দেখলাম, বর্তমান সরকারকে নিয়ে এক-একটা মিথ্যা অভিযোগ সরকারের সকল উন্নয়ন সাফল্য ম্লান করে দিচ্ছে। অথচ, এ সরকারের আন্তরিক প্রয়াসে বিশ্ব মানদন্ডে বাংলাদেশ একে একে স্বনির্ভরতার সকল নিয়ামক বৈশিষ্টগুলো অতিক্রম করে উন্নয়নশীল দেশের তালিকায় সগৌরবে স্থান করে নিয়েছে।


আমিও অরাজনৈতিক-নিরপেক্ষ পরিচয়েই সকলের সাথে আলোচনায় অংশ নিলাম। উদ্দেশ্য ছিল, সরকারের উন্নয়ন সাফল্য সম্পর্কে জনসাধারণ কতখানি সচেতন তার একটা সঠিক ধারণা নেয়া। দেখলাম শেখ হাসিনা সরকার কতৃক গৃহীত জনকল্যানমূলক অনেকগুলো কার্যকর পদক্ষেপ সম্পর্কে অনেকে কিছুই জানে না। আবার অনেকে জেনে-বুঝে বিরোধিতা করার হীন চেষ্টা করছে।


আমি কয়েকজনের কথাকে অসত্য প্রমাণ করতে বিএনপি জোটের দুর্নীতি, দুঃশাসন রাজত্বের বিপরীতে বেশকিছু ক্ষেত্রে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ ও উন্নয়ন সাফল্য তুলে ধরে উপস্থিত সকলের ভুল শুধরানোর চেষ্টা করলাম। এতে সরকারের প্রতি অনেকের ভ্রান্ত ধারণা অবসানে সফল হলেও বিতর্কের গুজব অনেক শিক্ষিত মানুষকে অজ্ঞ, মূর্খ বানিয়ে রেখেছে- এইটুকু বুঝতে কষ্ট হয়নি।


বিগত এ কয়েক দিনের তিক্ত অভিজ্ঞতায় নিজের কাছেই প্রশ্ন রেখে উত্তর খোঁজার চেষ্টা করেছি। সাবেক বিএনপি জোট সরকারের ২০০১-০৬ সাল পর্যন্ত শাসন আমলের চিত্র দেখিয়ে বর্তমান সরকারের ৯ বৎসর শাসনামলে দেশের আমূল পরিবর্তনের আংশিক চিত্র দেশবাসীর সামনে উপস্থাপনের চেষ্টা করছি।


বিএনপির শাসনামলের শেষ ২০০৫-০৬ অর্থবছরে দেশের বার্ষিক উৎপাদন বা জিডিপির আকার ছিল ৪৮২৩৩৭ কোটি টাকা আর আওয়ামী লীগ আমলে এটি পাঁচ গুণেরও বেশি বেড়ে ১৯৭৫৮১৭ কোটি টাকায় উত্তীর্ণ হয়। পর্যায়ক্রমে পার্থক্য দেখানোর চেষ্টা করলাম-


১) প্রবৃদ্ধি অর্জন।


বিএনপি ২০০৬ = ৫.৭%
আওয়ামী লীগ ২০১৮ = ৭.২৮%


২) মাথাপিছু গড় আয়।


বিএনপি ২০০৬ = ৪২৭ মার্কিন ডলার
আওয়ামী লীগ ২০১৮ = ১৬১০ মার্কিন ডলার


৩) বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি।


বিএনপি'র ২০০৫-২০০৬ অর্থবছরে এডিপির আকার ছিল ১৯ হাজার কোটি টাকা।
আওয়ামী লীগ আমলে ২০১৭-১৮ অর্থবছরে তা ৮ গুণেরও বেশি হয়ে ১৬৪০০০ কোটি টাকা হয়েছে।


৪) ইন্টারনেট গ্রাহকসংখ্যা।


বিএনপি আমলে ২০০৬ = ৫৭ লক্ষ
আওয়ামী লীগ ২০১৩ = ৪ কোটি


৫) দারিদ্র হার।


বিএনপি ২০০৬ = ৪১.৫১%
আওয়ামী লীগ ২০১৮ = ২২.০০%


৬) প্রসবকালীন মৃত্যুর হার।


বিএনপি ২০০৬ = ১লক্ষ ৩৮৫ জন।
আওয়ামী লীগ ২০১৩ = ১ লক্ষ ১৩২ জন।


৭) কর্মসংস্থান।


বিএনপি ২০০৬ সালে ২৪ লাখ।
আওয়ামী লীগ ২০১৭ সালে ৭৫ লক্ষ।


৮) বৈদেশিক বিনিয়োগ।


বিএনপি ২০০৬ = ১৮৭ কোটি মার্কিন ডলার
আওয়ামী লীগ ২০১৩ = ৩৮২ কোটি ডলার।


৯) মাতৃত্বকালীন ছুটি।


বিএনপি ২০০৬ = ৪মাস।
আওয়ামী লীগ ২০১৩ = ৬ মাস।


১০) রেমিটেন্স আয়।


বিএনপি ২০০৬ = ৪.৮ বিলিয়ন ডলার।
আওয়ামী লীগ ২০১৮ সালে ডলার ।


১১) জনশক্তি রপ্তানি।


বিএনপি ২০০৬ = ৯ লক্ষ ৮ হাজার
আওয়ামী লীগ ২০১৩ = ২০ লাখ ৪০ হাজার


১২) শিশু মৃত্যুর হার।


বিএনপি ২০০৬ = ৬.১০%
আওয়ামী লীগ ২০১৩ = ৩.৯৯%


১৩) প্রত্যাশিত আয়ু।


বিএনপি ২০০৬ = ৫৬ বছর।
আওয়ামী লীগ ২০১৩ = ৭১ বছর।


১৪) পোশাক রপ্তানিতে বিশ্বে অবস্থান।


বিএনপি ২০০৬ = চতুর্থ।
আওয়ামী লীগ ২০১৩ = দ্বিতীয়।


১৫) খাদ্য নিরাপত্তা পরিস্থিতি।


বিএনপি ২০০৬ = ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি।
আওয়ামী লীগ ২০১৮ = ১৫.৬৭ লাখ মেট্রিক টন মজুদ।


১৬) স্বাস্থ সেবা।


বিএনপি ২০০৬ = অসম্মতি জানানো হয়।
আওয়ামী লীগ ২০১৮ = ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা


১৭) সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ক্ষমতা।


বিএনপি ২০০৬ = ৩১০০ মেগাওয়াট।
আওয়ামী লীগ ২০১৮ সালে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৬৩৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এ পর্যন্ত ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এখন দেশে শতকরা ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।


১৮) জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি গড়।
বিএনপি ২০০৬ = ১৩৬%
আওয়ামী লীগ ২০১৩ = ৩৮%


১৯) সমুদ্রসীমা জয়।


বিএনপি ২০০৬ = নিস্ক্রিয়
আওয়ামী লীগ ২০১৩ = ১১১৬৩১ বর্গ কি. মি.


২০) শ্রমিকদের ন্যূনতম মজুরি।


বিএনপি ২০০৬ = ১৬৬২ টাকা।
আওয়ামী লীগ ২০১৩ সালে সরকার ঘোষিত মজুরি বেড়ে হয় ৫৩০০ টাকা।


২১) রপ্তানি আয়।


বিএনপি ২০০৬ = ১০.০৫ বিলিয়ন ডলার।
আওয়ামী লীগ ২০১৮ সালে ৩৪.৮৫ বিলিয়ন ডলার।


২২) হাসপাতালের সংখ্যা।


বিএনপি ২০০৬ = ১৬৮৩ টি।
আওয়ামী লীগ ২০১৩ = ২৫০১ টি।


২৩) পবিত্র হজ্ব পালন।


বিএনপি ২০০৬ = ৪০ হাজার যাত্রী ( সার্বোচ্চ)
আওয়ামী লীগ ২০১৮ সালে প্রায় ১২৭১৯৮ জন পবিত্র হজ যাত্রী। (সর্বোচ্চ)


২৪) মোবাইল গ্রাহক সংখ্যা।


বিএনপি ২০০৬ = ২ কোটি ৩৬ লক্ষ ১০ হাজার।
আওয়ামী লীগ ২০১৩ = ৯ কোটি ৮৪ লাখ ৭০ হাজার।


২৫) জেলেদেরকে খাদ্য সহায়তা।


বিএনপি ২০০৬ = ৬৫০০ মেট্রিক টন।
আওয়ামী লীগ ২০১৩ = ৫৬২০০ মেট্রিক টন।


২৬) দৈনিক গ্যাস উত্তোলন।


বিএনপি ২০০৬ = ১৫৩১ মিলিয়ন ঘনফুট ।
আওয়ামী লীগ ২০১৩ = ২২৫০ মিলিয়ন ঘনফুট।


২৭) বৈদেশিক মুদ্রার রিজার্ভ


বিএনপি ২০০৬ = ৩.৮৮ বিলিয়ন মার্কিন ডলার
আওয়ামী লীগ ২০১৮ সালে প্রায় ১০ গুণ বেড়ে হয়েছে ৩৩.৪৪ বিলিয়ন ডলার।


২৮) টেলিভিশন চ্যানেলের সংখ্যা।


বিএনপি ২০০৬ = ৭টি।
আওয়ামী লীগ ২০১৩ = ১৬টি।


২৯) সাক্ষরতার হার।


বিএনপি ২০০৬ = ৫১.৯০%
আওয়ামী লীগ ২০১৩ = ৬৫.০৪%


এর বাইরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ, সাক্ষরতার হার ৭২.৩ শতাংশে উন্নীত হওয়া, সারাদেশে সাড়ে ১৮ হাজার কম্যুনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণ, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা চালুসহ-


* পদ্মা সেতু নির্মাণ ।
* ফ্লাইওভার নির্মাণ
* যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার
* বঙ্গবন্ধু হত্যার বিচার
* বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ
* গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি
* অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা
* রামপাল কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র
* মুক্তিযুদ্ধাদের সম্মানী ভাতা প্রদান
* প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র
* বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্র নির্মাণ
* বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মাণ
* দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোন নির্মাণ
* গ্রামীণ রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ
* একটি বাড়ি একটি খামার প্রকল্প
* কৃষিতে সফলতা
* জংগী ও সন্ত্রাস দমনে সফলতা
* এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প
* প্রতিবন্ধী ভাতা প্রদান
* নারীর ক্ষমতায়ন
* বিধবা ভাতা প্রদান
* মাতৃত্বকালিন ছুটি বৃদ্ধি
* বয়স্ক ভাতা প্রদান
* মাতৃকালীন ভাতা প্রদানসহ সামাজিক, অর্থনৈতিকসহ সামগ্রিক বিষয়ে অগ্রগতি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে।


দেশ উন্নয়নের মহাযজ্ঞে আধুনিক জীবনমান ভোগ করে মানুষ কি আসলেই অকৃতজ্ঞ বনে যাচ্ছে? নাকি সরকারের উন্নয়ন সাফল্যের কথা দেশের জনসাধারণের দোরগোড়ায় পৌঁছাতে এখনো ব্যর্থ আমরা। আমরা যারা সরকারি দলের সমর্থক দাবি করি, এই দায় আমরাও বা এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়?


দেখতে দেখতে জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আসুন, এবার একটু দেশের জন সাধারণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি।


লেখক: সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর (উত্তর)


বিবার্তা/হুমায়ুন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com