শিরোনাম
বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ও প্রাসঙ্গিক কথা (পর্ব-১)
প্রকাশ : ০৫ জুলাই ২০১৭, ১৮:২৬
বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ও প্রাসঙ্গিক কথা (পর্ব-১)
নাজির হোসেন
প্রিন্ট অ-অ+

মানবকল্যাণে স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের জীবন এখন অনেকাংশেই স্যাটেলাইট নির্ভর হয়ে পড়েছে। স্যাটেলাইট বা উপগ্রহ ব্যবহারে মানুষের বিভিন্ন ধরণের চাহিদা ও প্রয়োজন পূরণ হচ্ছে। স্যাটেলাইটের গুরুত্ব বোঝার জন্য সাম্প্রতিক সময়ের দু’টি খবর তুলে ধরছি।


মাউন্ট কার্সটেনজে আটকা পড়েছেন মুসা ইব্রাহীম


“ইন্দোনেশিয়ার কারস্টেনজ পিরামিডে অভিযান শেষে ফেরার পথে বেইজ ক্যাম্পে আটকা পড়া বাংলাদেশের মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে এখনও উদ্ধার করা যায়নি। এভারেস্টজয়ী মুসার সঙ্গে এই অভিযানে আছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। বিরূপ আবহাওয়ার কারণে গত চারদিন ধরে তারা আটকে আছেন সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২৫৭ মিটার উচ্চতায় মাউন্ট কারস্টেনজের বেইজ ক্যাম্পে।....বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে রোববার দুপুরে সত্যরূপের স্যাটেলাইট কমিউনিকেটরে যোগাযোগ করা হলে সাড়া দেন মুসা।...


সত্যরূপের স্যাটেলাইট কমিউনিকেটরের রেকর্ড অনুযায়ী, ৬ জুন সুগাপা পুলিশ স্টেশন থেকে ছয় দিন ট্রেকিং করে তারা প্রথমবার বেইজ ক্যাম্পে পৌঁছান। বাংলাদেশ সময় ১৩ জুন সকাল ৮টা ৪৯ মিনিটে তিন অভিযাত্রী পৌঁছান কারস্টেনজের চূড়ায়।...


কার্সটেনজ পিরামিড বিজয়!


চূড়া থেকে সেদিন বিকালেই বেইজ ক্যাম্পে ফিরে আসেন তিন অভিযাত্রী। পরদিন ফিরতি পথে রওনা হওয়ার কথা থাকলেও আটকা পড়েন তারা।


এর মধ্যে রসদে টান পড়ায় এবং আবহাওয়ার উন্নতি না হওয়ায় ১৫ জুন ট্রেকিং বাদ দিয়ে হেলিকপ্টারে করে ফেরার কথা ভাবতে শুরু করেন মুসারা। স্যাটেলাইট ফোনে যার যার দেশে যোগাযোগও শুরু করেন।


পাঠক আপনারা বুঝতেই পারছেন স্যাটেলাইটের সাহায্য ছাড়া এই তিন অভিযাত্রীকে উদ্ধার করা সম্ভব হতো না।


আরও একটি খবর :


আকাশ জুড়ে ওয়াই-ফাই সুবিধা


‘ফ্রান্সের ফ্রেঞ্চ গিয়ানা এলাকা থেকে স্থানীয় সময় গত বুধবার রাতে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে আকাশ পথে যাত্রী সেবায় এক ধাপ এগিয়ে গেল ইউরোপের মহাকাশ। কারণ, যে প্রকল্পের আওতায় কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে, তার উদ্দেশ্য ইউরোপ জুড়ে উড়োজাহাজ গুলোয় তারহীন (ওয়াই-ফাই) ইন্টারনেট সেবা দেয়া। কোনো মহাদেশ জুড়ে ইন্টারনেট সেবার এই উদ্যোগ এটাই প্রথম।’


এমন অনেক খবর ও ঘটনার উল্লেখ করা যায় যা পরবর্তী পর্বে উল্লেখ করা হবে।


মূলত : সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রয়োজনে কৃত্রিম উপগ্রহের ব্যবহার দিন দিন প্রসারিত হচ্ছে। যোগাযোগ, ন্যাভিগেশন, আবহাওয়া পূর্বাভাস ও মানুষের অন্যান্য চাহিদা যা মানুষের প্রয়োজন এবং জীবন যাপনকে সুন্দর ও সহজতর করে তুলতে কৃত্রিম উপগ্রহের ব্যবহার বাড়ছে। তাছাড়া টেলি-শিক্ষা, টেলি-মেডিসিন ও অন্যান্য প্রযুক্তির ক্ষেত্র সপ্রসারণ করে মানব জাতির জন্য কল্যান বয়ে এনেছে। সম্প্রসারিত হচ্ছে উপগ্রহ ব্যবহারের নয়া দিগন্ত। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কোন কোন এরিয়ায় কাজ করে সাধারণ মানুষের মধ্যে তা জানার আগ্রহ বাড়ছে। (চলবে)


লেখক : ডিজিএম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি ডিপার্টমেন্ট - সিস্টেম, জনতা ব্যাংক লিমিটেড


ইমেইল : [email protected]


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com