শিরোনাম
অপকর্মকারী আর অপকর্মের সমর্থনকারী সমদোষে দুষ্ট
প্রকাশ : ০৯ মে ২০১৭, ১৫:৩২
অপকর্মকারী আর অপকর্মের সমর্থনকারী সমদোষে দুষ্ট
গোলাম রাব্বানী
প্রিন্ট অ-অ+

শেখ হাসিনাকে নিয়ে ব্যাঙ্গত্মক স্যাটেয়ার লেখা আতিকুল ইসলামকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ। অপকর্মকারী সাজা পেয়েছে।


আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, এই ধরনের অপকর্মকারী আর অপকর্মের সমর্থনকারী সমদোষে দুষ্ট! উভয়ই একই মানসিকতা পোষণ করেন। কারণ, এখানে সমস্যাটা যত না কর্মে, তার অধিক আদর্শে!


আর সভাপতি, সুলতান মাহমুদ ইতালির কোন বিশ্ববিদ্যালয়/কলেজে কোন বিষয়ে কোন বর্ষে অধ্যয়ন করছে, তা জানার আগ্রহ প্রকাশ করছি।(তার প্রোফাইল দেখে মোটেও শিক্ষিত কি-না এই মর্মে সংশয় জাগ্রত হওয়ায় উক্ত আগ্রহের অবকাশ)


শেষ কথা হচ্ছে, পরদেশে কে কি করে, কার কি আদর্শিক অবস্থান, কার কি সমস্যা সেটা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সুচারু জানার কথা নয়!


কারা এসব আগাছাকে ছাত্রলীগে ভিড়িয়েছে, ছাত্রলীগকে বিতর্কিত করার অপচেষ্টা করছে? কাদের সুপারিশে, তদবিরে এদের পদ মিলেছে?


সেটা জানার অধিকার একজন প্রকৃত ছাত্রলীগকর্মী মাত্রই রাখে বলে আমি মনে করি!


লেখক : শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com