শিরোনাম
কবি হাবীবুল্লাহ সিরাজী অগ্রজপ্রতিমেষু
প্রকাশ : ০৩ জুন ২০২১, ১১:৫৯
কবি হাবীবুল্লাহ সিরাজী অগ্রজপ্রতিমেষু
মুহাম্মদ সামাদ
প্রিন্ট অ-অ+

সৃষ্টির আনন্দ-বেদনায় ভরপুর তুমি এক প্রিয় কবি
তোমার ভেতরে দেখি মানুষ ও প্রকৃতির এক ছবি;
বুকে অপার বেদনা কাঁপে- মুখে নাচে মিষ্টি হাসি
পথে পথে ভালোবেসে আমিও তোমার কাছে আসি।


একরত্তি ভালোবাসা পেয়ে উড়ে গেছো মেঘের ওপারে;
অবুঝ অবোধ তুমি লাফিয়ে উঠেছ সবুজ পাহাড়ে।
দীর্ঘ দিন তোমাকে দেখেছি
ঢাকায়, কলকাতায়, হলদিয়ায়, আগরতলায়
আর শান্তিনিকেতনে মুখর কবিতা উৎসবে।


নতুন কবিতা নিয়ে প্রিয় বাংলাদেশের সকল শহরে
তুমি ছুটে গেছো সহোদর কবিদের কাছে;
তুমি জানো খালে-বিলে-ঝিলে খাঁটি ভালোবাসা আছে;
এমন উচ্ছল হৃদয়ে তোমার কত যে বেদনা
তুমি ও তোমার প্রণয়িনী ছাড়া কেউ তা জানে না।


বঙ্গোপসাগর থেকে নীল তিমি দীর্ঘশ্বাস ফেলে
নোনাজলে উথাল পাথারে।
সুন্দরবন থেকে চিত্রল হরিণী কেঁদে ওঠে
সুন্দরী ও জারুলের বনে রাতের আঁধারে।


তুমি আছ ঘাসে গাছে অমল মানুষে কান্না ও মমতা
ভাত জল নুন ও মাটির প্রেমে ভাসে তোমার কবিতা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com