শিরোনাম
মশার কারণে জীবন যাচ্ছে, এটি মানা যায় না : সেতুমন্ত্রী
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১২:৩৯
মশার কারণে জীবন যাচ্ছে, এটি মানা যায় না : সেতুমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বুধবার (৭ আগস্ট) মিরপুর মাজার রোডে ডেঙ্গু সচেতনতা অভিযানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।


ওবায়দুল কাদের বলেন, মশার কারণে জীবন চলে যাচ্ছে, তা মানা যায় না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী।


তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে। সারা দেশে যতদিন না পর্যন্ত পর্যন্ত আমরা এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান, এ সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


মন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যেই মশা মারার কার্যকরী ওষুধ দেশে আসবে। জনগণ কার্যকর মশা মারা ওষুধের প্রয়োগ চান। সংশ্লিষ্টদের সেদিকে নজর দিতে হবে।


এ সময় কাশ্মীর ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশ হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। এখনই কোনো মন্তব্য নয়।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com