শিরোনাম
চট্টগ্রামে ২৭ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি
প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ০৯:২৩
চট্টগ্রামে ২৭ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারা দেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে দলটি। এরই অংশ হিসেবে শনিবার (২০ জুলাই) চট্টগ্রামে সমাবেশ করবে বিএনপি।


প্রায় আড়াই সপ্তাহ আগে সমাবেশ করার অনুমতি চাওয়া হলেও মাত্র ২১ ঘণ্টা আগে ২৭টি শর্ত দিয়ে বিএনপিকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি দিয়েছে নগর পুলিশ।


শনিবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি। যদিও বিএনপির পক্ষ থেকে নগরের লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বর কিংবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়েছিল।



চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, আমাদের দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশে সমাবেশের অনুমতি মিলেছে। দিনের আলোতে সমাবেশ শেষ করতে হবে। এ ছাড়াও সমাবেশকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার শর্ত আছে।


তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারা দেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) বরিশালে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে শনিবার দ্বিতীয় সমাবেশ।


বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপি এতে অংশ নেবে।


নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো.আব্দুল ওয়ারীশ খান বলেন, ‘২৭টি শর্তে নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে।’


২৭টির মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হচ্ছে- নাসিমন ভবনের সামনের দুই লেইনের সড়কের পূর্বপাশে সমাবেশ করা, কোনোভাবেই পশ্চিম পাশে গাড়ি চলাচল বন্ধ না করা, মিছিল নিয়ে সমাবেশস্থলে না আসা, সমাবেশস্থলে আসা কেউ যাতে লাঠিসোটা, রড, দেশীয় অস্ত্র বহন না করে; উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য-স্লোগান না দেয়া এবং সমাবেশস্থলের আশপাশে শুধু মাইকের ব্যবহার।


৪ জুলাই নগরীর নাসিমন ভবনের সামনে অথবা জেলা পরিষদ চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সমাবেশের ২১ ঘণ্টা আগে শুক্রবার অনুমতি পেল দলটি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com