শিরোনাম
স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেবে বিএনপি: ফখরুল
প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ২০:৫১
স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেবে বিএনপি: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সরকারের আমলে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি এরকম বক্তব্য দিয়েছিল দলটির মহাসচিবসহ একাধিক শীর্ষ নেতা। কিন্তু নির্বাচনের ৬ মাস যেতে না যেতেই দলটি তাদের বক্তব্য থেকে সরে এসেছে।


শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, দলীয় প্রতীকে নয়, স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থীরা অংশ নেবে।


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচনে দলীয় প্রার্থীরা অংশ নেবে। দলটি মনে করে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা উচিত নয়।


রাধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। বিকাল সোয়া ৪টা থেকে বৈঠক চলে সাড়ে ৫টা পর্যন্ত।


বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com