শিরোনাম
‘খালেদার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি’
প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ১৪:৪৮
‘খালেদার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন গণমাধ্যমের স্বাধীনতা নেই। অথচ চেয়ারপারসন খালেদা জিয়াই গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছেন। যে নেত্রী সারা জীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাকে আজ কারাগারে রাখা হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি।


শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন।


মির্জা ফখরুল বলেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের পথে। এ মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি। নিম্ন আদালতে খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেয়া হলো। উচ্চ আদালত সেটি হয়ে গেল ১০ বছর। অথচ তিনি এ মামলায় জামিনযোগ্য হলেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না।


তিনি বলেন, পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে আওয়ামী লীগ নিজেদের মধ্যে গুলির ঘটনার ২৫ বছর পর এ মামলায় নতুন করে চার্জশিট দেয়া হলো। নতুন নতুন নাম দিয়ে রায় দেয়া হলো। যেখানে নয়জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবনসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হলো। এ রায় প্রমাণ করে দেশে আইনের শাসন নেই।


গ্যাসের দামবৃদ্ধি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণের জন্য ভাবছে না। এলএনজি আমদানিতে ভর্তুকি দেয়া হচ্ছে। অন্যদিকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।


প্রতীকী অনশন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ড্যাবের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশ সভাপতি রুহুল আমিন গাজী, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ।


বিবার্তা/রবি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com