শিরোনাম
লাইফ সাপোর্টে এরশাদ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৭:২৯
লাইফ সাপোর্টে এরশাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে|বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় তাকে লাইফসাপোর্টে নেয়া হয় বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু।


এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি, এটি মোটেই শুভ লক্ষণ নয়। কাদের বলেন, তার (এরশাদের) ড্রাউজিনেস বেড়ে গেছে। প্রায় সময় ঘুমিয়ে আছেন। ডাক্তারদের মতে, ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে। সে কারণে উনার ঘুমের ভাব বেশি হয়েছে। উনি এখন সচেতন অবস্থায় থাকছেন না, ঘুমিয়ে থাকছেন।


এটা ডাক্তারদের কাছে ভালো মনে হচ্ছে না। গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।


এর আগে এরশাদকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান দলের কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তার সঙ্গে সেখানে যান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও।


বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিএমএইচ-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে যান তারা।


এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায়, মেজর (অব:) খালেদ আকতার, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আইসিইউ থেকে বের হয়ে স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন রওশন।


হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় শুক্রবার (৫ জুলাই) মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।


বিবার্তা/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com