শিরোনাম
‘যারা নিজেদের অফিসে তালা দেয় তারা কিভাবে আন্দোলন করবে’
প্রকাশ : ১১ জুন ২০১৯, ২০:৩০
‘যারা নিজেদের অফিসে তালা দেয় তারা কিভাবে আন্দোলন করবে’
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা নিজেদের অফিসে তালা মেরে দিচ্ছে তারা কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। তারা কিভাবে জাতীয় ঐক্য গড়ে তুলবে।


মঙ্গলবার আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে আয়োজিত দলটির উপপ্রচার কমিটির সভায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিএনপি অফিসে তালা মারার মধ্যদিয়ে প্রমাণিত হয় তারা প্রচণ্ড বিশৃঙ্খলায় রয়েছে। তারা নেতৃত্বহীনতার মধ্য দিয়ে অতিক্রম করছে। অস্থিরতার বহিঃপ্রকাশ হিসবে তারা নিজেদের অফিসে নিজেরা তালা মেরে দিচ্ছে।


হাছান মাহমুদ বলেন, ১/১১ এর কুশীলবদের সাথে আজকে বিএনপিও হাত মিলিয়েছ। সেই কারণে ২০১৪ সালে নির্বাচন তারা বর্জন করে গণতন্ত্রে অভিযাত্রাকে প্রতিহত করার চেষ্টা করেছিলো। বিগত ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করেও অংশগ্রহণ করেনি। তাদের উদ্দেশ্য ছিলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।


তিনি আরো বলেন, ২০০৮ সালের ১১ জুন, এদিন শুধু জননেত্রী শেখ হাসিনা মুক্তি লাভ করেননি, এদিন গণতন্ত্র মুক্তি লাভ করেছিলো।


আওয়ামী লীগের এ প্রচার সম্পাদক বলেন, সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আন্দোলন প্রেক্ষিতে বাধ্য হয়ে শেখ হাসিনাকে মুক্তি দিয়েছিলো অগণতান্ত্রিক সরকার। আমাদের আন্দোলনের কারণে প্রকৃত পক্ষে বেগম খালেদা জিয়াও মুক্তি লাভ করেছিলেন।


এসময় উপস্থিত ছিলেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।


বিবার্তা/আকরাম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com