শিরোনাম
চতুর্থ শিল্প বিপ্লবের হাওয়া বইছে: আমু
প্রকাশ : ২৯ মে ২০১৯, ০৯:২০
চতুর্থ শিল্প বিপ্লবের হাওয়া বইছে: আমু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এখন চতুর্থ শিল্প বিপ্লবের হাওয়া বয়ে চলছে।


মঙ্গবার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এডুকেশন সিস্টেম ফর দ্যা ফোর ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।


আমু বলেন, এই শিল্প বিপ্লব কর্মক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে। চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। এখন আমাদের নতুনভাবে শিক্ষানীতি তৈরি করতে হবে। যাতে এই সমস্যার সঠিক মোকাবেলা করা যায়।


তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব কল কারখানায় উৎপাদন কয়েকগুণ বাড়াবে। একই সাথে কর্মচ্যুত হওয়ার ঝুঁকিও রয়েছে। আমাদের এখন শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যাতে শিক্ষার্থীরা মানিয়ে নিতে পারে সেদিকে ভাবতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশে যখন সাত কোটি মানুষ ছিল তখন খাদ্য কমতি ছিল। কিন্তু এখন ১৬ কোটি মানুষ তারপরও কেউ না খেয়ে থাকে না। এখন কেউ দুই বেলা খায় না, তিন বেলায় খায়।


তিনি আরো বলেন, বিজ্ঞানকে আলিঙ্গন না করলে উন্নয়নের চরম শিখরে পৌঁছানো সম্ভব না। শেখ হাসিনা আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন। যাতে আমারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারি।


এ সময় উপসস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর।


অনুষ্ঠানেন সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক উপ-কমিটির চেয়রম্যান ড. হোসেন মনসুর।


বিবার্তা/আকরাম/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com