শিরোনাম
মাহী বি. চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে 'চুরি'
প্রকাশ : ১৩ মে ২০১৯, ২০:২৬
মাহী বি. চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে 'চুরি'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরীর মধ্য বাড্ডার রাজনৈতিক কার্যালয়ে চুরির অভিযোগ উঠেছে। এসময় গবেষণা পত্রসহ কম্পিউটারের হার্ডডিক্স এবং সিসিটিভি ক্যামেরার প্যানেলের হার্ডডিক্স খোয়া গেছে।


সোমবার বিকল্পধারার দফতর সম্পাদক এবং গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম বাড্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে বলা হয়েছে, গত ১২ মে (রোববার) বিকেল ৫টা থেকে ১৩ মে (সোমবার) সকাল ১০টার মধ্যে রাজধানীর মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর অফিসে এই চুরির ঘটনা ঘটেছে। অফিসের মূল দরজার তালা ভেঙ্গে কে বা কারা অফিসে ঢুকে গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলামের ব্যবহৃত কম্পিউটারের মাদার বোর্ড, প্রসেসর, হার্ডডিক্স, র‌্যাম এবং মাহী বি. চৌধুরীর কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল প্যানেল ডিভিআর মেসিনের হার্ডডিক্স খুলে নিয়ে যায়।


এতে দাবি করা হয়েছে, খোয়া যাওয়া কম্পিউটারের হার্ডডিক্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ্ রাজনৈতিক গবেষণার দলিলপত্র সংরক্ষিত ছিল। এছাড়া ওই কক্ষের প্রতিটি লকার ভাঙ্গা হয়েছে। তবে লকারগুলোতে কাগজপত্র ছাড়া অন্য কিছু ছিলো না। অফিসের আর কোনো জিনিস চুরি হয়নি।


ওয়াসিমুল ইসলাম বলেন, ওই কক্ষের প্রতিটি লকার ভাঙা হয়েছে। তবে লকারগুলোতে কাগজপত্র ছাড়া আর কিছুই ছিল না। অফিসের আর কোনো জিনিস চুরি হয়নি।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com