শিরোনাম
বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে: নাসিম
প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৯:১৮
বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে: নাসিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন বর্জনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।


সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনি।


মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির বর্তমান পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী। নির্বাচন বর্জন করতে করতে বিএনপিদের এমন অবস্থা হবে যে, জনগণ একদিন বিএনপিকে-ই বর্জন করবে। বিরোধী দল বিহীন বাংলাদেশ হোক এটা আমরা চাই না। আপনারা পার্লামেন্টে আসেন, এসে আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেন।


বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে, সংসদে আসুন। উপজেলা পরিষদ নির্বাচনে কেন অংশ নিচ্ছেন না? এভাবে বর্জনের ধারা অব্যাহত রাখলে মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবে বিএনপি।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, গণআজাদী লীগের আতাউল্লাহ খান, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিটি প্রমুখ।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com