শিরোনাম
তীব্র আন্দোলনের হুমকি রিজভীর
প্রকাশ : ১৫ মার্চ ২০১৯, ১৬:৩১
তীব্র আন্দোলনের হুমকি রিজভীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণবিরোধী গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।


শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।


গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক ও বেআইনি বলে অভিযোগ করেছেন রিজভী আহমেদ। তিনি বলেন, সাধারণ মানুষের পেটে ছুরি মারতেই আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার।


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ভারত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতে প্রতি ঘনমিটারে ছয় মার্কিন ডলার খরচ করলেও বাংলাদেশে ১০ ডলার খরচ পড়ছে। এটা কেন? এ টাকা যাচ্ছে রাঘববোয়ালদের পকেটে।


গণবিরোধী গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।


সংবাদ সম্মেলনে কারাগারে অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। এ ছাড়া এ সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com