শিরোনাম
‘আপনাদের ক্ষমতা আছে, যা খুশি তাই করুন’
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:০৮
‘আপনাদের ক্ষমতা আছে, যা খুশি তাই করুন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র করছে- এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের ক্ষমতা আছে, যা খুশি তাই করেন। কিন্তু টিকে থাকতে পারবেন না। জনগণের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবেন না।


শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যারিস্টারস্ ফর চেইঞ্জ আয়োজিত বর্তমান শাসনামলে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


জিয়াউর রহমানকে সদ্যপ্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রের সঙ্গে তুলনা করে ফখরুল বলেন, ফিদেল মারা যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা রাস্তায় নেমে আসছে। তার জন্য কাঁদছে। জিয়াউর রহমানও এমন জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর পর লাখো কোটি মানুষ কেঁদেছিলো।


তিনি বলেন, বীরউত্তম পদক কেড়ে নিয়েছেন, তার চরিত্র হনণের চেষ্টা করছেন। কিন্তু কোনো লাভ হবে না। জনগণ তাকে মাথায় তুলে রাখবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেয়ার চেষ্টা করা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) সোনার চামুচ মুখে নিয়ে রাজনীতিতে আসেননি। তিনি রাজপথে এসেছেন বিরোধী দলের হয়ে। এরপর দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদকে হটাতে আন্দোলন করেছেন। তিনি কখনো আপস করেননি। এখন তাকে মিথ্যা মামলায় কারাগারে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কড়া সমালোচনা করে তিনি বলেন, একসময় যিনি শেখ মুজিবুর রহমানকে হত্যা ও উৎখাতের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি এখন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ কোথায়? তাদের দলে কি তথ্যমন্ত্রী হওয়ার কেউ নেই। আর তিনি এখন বলছেন, খালেদা জিয়াকে কারাগারে রাখা হবে, রাজনৈতিক অঙ্গনে নয়।


নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে দমিয়ে রাখা যাবে না। দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার জবানবন্দি দেয়ার কথা উল্লেখ করে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যান মির্জা ফখরুল। তিনি বলেন, আমি আবেগ আপ্লুত হয়ে যাই যখন দেখি সাবেক প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন। স্বামীকে হারিয়েছেন। এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলে নির্বাসিত। তার মতো মানুষকে মিথ্যা মামলায় আদালতে দাঁড়িয়ে জবানবন্দি দিতে হয়। আমরা কোথায় আছি?


তিনি সরকারের উদ্দেশে বলেন, সাহস থাকলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিন। ফলাফল যা হয় তাই মেনে নেব।


আয়োজক সংগঠনের চিফ কো-অর্ডিনেটর ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মোশাররফ হোসেন প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com