শিরোনাম
শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১১:৫৬
শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের মনোনয়ন ও বিএনপির ধানের শীষ নিয়ে জয়লাভ করা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন।


বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ নেন। মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করেন তিনি।


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।


অপরদিকে, ঐক্যফ্রন্টের আরেক প্রার্থী মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেয়ার কথা থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি শপথ নেননি। বুধবার স্পিকারকে দেয়া এক চিঠিতে তিনি শপথ নেবেন না বলে জানান।


৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়ী হলেও জোটের সিদ্ধান্ত না থাকায় এতদিন শপথ নেননি। আজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে সুলতান মনসুর।


সুলতান মনসুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি একসময় ডাকসুর ভিপি ছিলেন। পরে সংস্কারপন্থীর তকমা গায়ে নিয়ে দল থেকে দূরে সরে যান এ নেতা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মাঠে তৎপর ছিলেন তিনি। পরে গণফোরামের টিকেটে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com