শিরোনাম
কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ১৩:০৩
কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল আছে এবং ধাপে ধাপে উন্নতি হচ্ছে।


সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ ক ‘র নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল এবং ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তবে কিডনিতে সমস্যা রয়েছে।


কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে মঙ্গলবার সিঙ্গাপুর সময় দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিফের নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড। আর এ তথ্য জানিয়েছেন কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রফেসর ডা. আবু নাসার রিজভী।


ব্রিফিংয়ে ডাক্তাররা জানান, ওবায়দুল কাদেরের শরীরের অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু ধাপে ধাপে উন্নতি হচ্ছে। তার কিডনিতে সমস্যা আছে এবং একটু ইনফেকশন আছে। যা ৫-৭ দিনে ভালো হয়ে যেতে পারে। এটা ঠিক হয়ে গেলে হার্টের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেয়া যেতে পারে।


ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায়। অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটার বিমানবন্দরে অবতরণ করে বলে জানান কাদেরের ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র।


তিনি আরো বলেন, বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে মন্ত্রীকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু হয়।


এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠী। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।


সোমবার বিকেল ৪টার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।


বিবার্তা/উজ্জ্বল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com