শিরোনাম
কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কা কাটেনি
প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ১৮:৩৪
কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কা কাটেনি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে এখনো তার অবস্থা শঙ্কামুক্ত নয়। তার হার্টের পালস রেট বেড়েছে। আরেকটু সুস্থবোধ করলেই তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হবে।


রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএসএমএমইউ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।


বিএসএমএমইউ’র প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।


তিনি সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে খানিকটা উন্নতির দিকে। প্রধানমন্ত্রী যখন এসে আইসিইউয়ে তার নাম ধরে ডাকেন তখন তিনি সাড়া দেন এবং তার চোখের পাতা নড়ে। পরে রাষ্ট্রপতি এসে যখন তাকে ডাকেন তিনি চোখ মেলে তাকান। তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হলেই অর্থাৎ বিমানযাত্রার ধকল সামলানোর মতো হলেই তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হবে।


এরপর অপর দু’জন চিকিৎসক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিস্তারিত বর্ণনা দেন।


প্রফেসর অসীত বরণ জানান, আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে এ ধরনের রোগী যেমন সুস্থ হন তেমনই হঠাৎ করে তাদের অবস্থা অবনতিও হয়, তারপরেও আমরা আশাবাদী।


এসময় ওবায়দুল কাদেরের চিকিৎসা নির্বিঘ্ন করতে ও অন্যান্য রোগীর যাতে অসুবিধা না হয় সেজন্য বিএসএমএমইউয়ের ভেতর ভিড় না করতে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন বিএসএমএমইউ উপাচার্য।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com