শিরোনাম
সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ ৭ মার্চ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ০৯:১৫
সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ ৭ মার্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত গণফোরাম দলীয় সংসদ সদস্য সুলতান মুহাম্মাদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নেবেন।


গণফোরাম নেতা ও ন সুলতান মুহাম্মাদ মনসুর শনিবার বলেছেন, আগামী ৭ মার্চ শপথ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আমরা চিঠি দিয়েছি।


তিনি বলেন, জনগণ সংসদে যাওয়ার জন্য তাকে নির্বাচিত করেছে। স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। তার নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষে শতভাগ জনগণ শপথের পক্ষে আছেন। তাই অন্য কে কী বলল, তাতে কিছু যায়-আসে না।


দলের সিদ্ধান্ত না থাকলেও শপথ নেয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না বলেও মনে করেন তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে এবং মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


বিএনপি ও গণফোরামসহ বেশ কয়েকটি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি আসন লাভ করে।


এদিকে এই দুই এমপির শপথ নিয়ে চিঠির বিষয়ে কিছুই জানেন না গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com