শিরোনাম
মধুর ক্যান্টিনে ছাত্রদল, স্বাগত জানালো ছাত্রলীগ-ছাত্র ইউনিয়ন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৪
মধুর ক্যান্টিনে ছাত্রদল, স্বাগত জানালো ছাত্রলীগ-ছাত্র ইউনিয়ন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছে ছাত্রদলের নেতারা। দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে প্রবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এসময় ছাত্রদল নেতাকর্মীদের স্বাগত জানান।


সকাল ১০টা ৪০ মিনিটে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।


তবে এর আগেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা আসার পরে তারা বিরতিহীনভাবে স্লোগান দিতে থাকে। তবে দুপক্ষই শান্তভাবে অবস্থান নিয়েছিল। এসময় ছাত্রদলের নেতা-কর্মীরা টেবিলে বসে চা পান করেন।


এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী মধুর ক্যান্টিনে এলে তার সঙ্গেও কুশল বিনিময় করেন ছাত্রদল নেতাকর্মীরা।


এর আগে ৭ ফেব্রুয়ারি প্রায় নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। ওই দিন সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে জড়ো হন। ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন তারা। ওই দিনের মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।


আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তবে হলে ভোটকেন্দ্রের বিরোধিতা নিয়ে এখনও দাবি জানিয়ে আসছে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বামপন্থী সংগঠনগুলো। তবে ছাত্রলীগ নেতৃত্বাধীন জোটের সংগঠনগুলো হলে ভোট কেন্দ্রের পক্ষেই মত দিয়েছে।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com