শিরোনাম
আ.লীগের সংসদ নেতা শেখ হাসিনা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৭
আ.লীগের সংসদ নেতা শেখ হাসিনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে আওয়ামী লীগ। এর ফলে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।


নবনির্বাচিত সংসদ সদস্যদের বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


শপথের পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে। বৈঠক শেষে সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, সর্বসম্মতিক্রমে সভায় আওয়ামী লীগ সভানেত্রীকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। উনি সংসদ নেতা হিসেবে অত্যন্ত সফল।


সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাব সমর্থন করেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।


২০০৯ সালে নবম সংসদ, ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও সপ্তম সংসদেরও তিনি এই ভূমিকায় ছিলেন।


নিয়মানুযায়ী এমপিদের গেজেট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভা গঠনের অনুমতি চাইবেন। রাষ্ট্রপতি অনুমতি দিলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মন্ত্রিসভা গঠনের জন্য সংসদ সদস্য নির্বাচিত করবেন।


রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com