শিরোনাম
ঐক্যফ্রন্টের প্রার্থীরা ইসিতে যাবেন বৃহস্পতিবার
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ২৩:০২
ঐক্যফ্রন্টের প্রার্থীরা ইসিতে যাবেন বৃহস্পতিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম-কারচুপির অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।


বৃহস্পতিবার বিকালে ইসিতে যাবেন তারা। ওইদিন বিকাল ৩টায় সব প্রার্থীকে নির্বাচন কমিশনে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসবেন সব প্রার্থীরা। পরে সেখান থেকে তারা ইসিতে যাবেন।


উল্লেখ্য, গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।


ফল ঘোষণা হওয়া ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। এর বিপরীতে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৮টি আসন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com