শিরোনাম
নৌকায় ভোট দিয়ে অপশক্তির জবাব দিন : দীপু মনি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৩
নৌকায় ভোট দিয়ে অপশক্তির জবাব দিন : দীপু মনি
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. দীপু মনি বলেছেন, ঐক্যফ্রন্টের প্রার্থীর নেতৃত্বে আমার বাসায় হামলা করা হয়েছে। আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এটাই কি রাজনীতি। ইনশাআল্লাহ জনগণই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে অপশক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে।


বুধবার দুপুরে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দীপু মনি বলেন, ২০০৮ সালে আমি যখন হাইমচরে প্রথম আসি, তখন চাঁদপুর-হাইমচরের দুঃখ মেঘনার ভাঙ্গনের শিকার হাজারো পরিবারের মানুষের ভয়াল ইতিহাস শুনেছি। শুধু মেঘনার ভাঙ্গন নয়; ওইসময় হাইমচরের রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার যথেষ্ট অভাব ছিলো। তখন আমি সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি নিয়ে হাইমচরবাসীকে সেসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাআল্লাহ সেই নির্বাচনে আপনাদের ভোটে জয় লাভ করে হাইমচরবাসীর দীর্ঘদিনের দুঃখ মেঘনার ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণসহ ১০ বছরে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি। হাইমচরের এ অভূতপূর্ব উন্নয়ন করার সুযোগ পাওয়া এটাই আমার সবচাইতে বেশি আনন্দের ছিলো। আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে।


জনসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন প্রধানিয়া, মো. শাহজান মিয়া, হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, যুগ্ম সম্পাদক সাহাউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, যুবলীগ যুগ্ম আহ্বায়ক এসএম সুমন, কামরুল হাসান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, মহিলা আ’লীগ নেত্রী নিলুফা ইয়াছমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আব্দুস সাত্তার গাজী, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল।


এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, হাজী মো. আলি গাজী, উপজেলা আওয়ামী লীগ সদস্য মশিউর রহমান স্বপন মেম্বার,আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান (অপু) সহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


বিবার্তা/ইমরান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com