শিরোনাম
সিইসির বক্তব্যই সঠিক: কাদের
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:০৮
সিইসির বক্তব্যই সঠিক: কাদের
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল।


নোয়াখালীর কবিরহাটে বুধবার সকালে নির্বাচনী প্রচারে কাদের এ কথা বলেন। কবিরহাটে স্থানীয় মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ থেকে প্রচার শুরু করলেন তিনি।


সম্প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এ বিষয়ে কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়।


তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য সঠিক। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে।


তিনি আরো বলেন, ফখরুল-মওদুদরা এখন ভিডিও কনফারেন্স ও ফেসবুকে কান্নাকাটি করে। এসব কান্নকাটিতে জনগণ ভোট দেবে না। তাদের সঙ্গে জনগণ নেই।


কাদের বলেন, তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। আবারো যদি তিনি নির্বাচিত হন, তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন এলাকায়।


তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকায় কেউ গৃহহীন থাকবে না।


সকালে কাদের প্রথমে কবিরহাট নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশে যোগ দেন। এ সময় উপস্থিত সবার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. একেএম জাফর উল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আলা বকস টিটু।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com