শিরোনাম
ইশতেহারে আওয়ামী লীগের ২১ অঙ্গীকার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৪
ইশতেহারে আওয়ামী লীগের ২১ অঙ্গীকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন।


'আমার গ্রাম, আমার শহর’ শিরোনামে ইশতেহারে বলা হয়েছে- গ্রামভিত্তিক উন্নয়ন তথা গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি, শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি, প্রতিরক্ষাসহ অন্যান্য খাতে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা।


ইশতেহারে ২১টি অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। সেগুলো হলো-


১. আমার গ্রাম, আমার শহর- প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ


২. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা।


৩. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ


৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশুকল্যাণ


৫. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা,


৬. সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও মাদক নির্মূল


৭. মেগা প্রজেক্টগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন


৮. গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা


৯. দারিদ্র্য নির্মূল


১০ সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি


১১. সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা


১২. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার


১৩. বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা


১৪. আধুনিক কৃষি ব্যবস্থা- লক্ষ্য যান্ত্রিকিকরণ


১৫. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন


১৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা


১৭ ব্লু ইকোনোমি- সমুদ্র সম্পদ উন্নয়ন


১৮. নিরাপদ সড়কের নিশ্চয়তা


১৯ . প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ


২০. টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ


২১. সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি



আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক সাংসদ আব্দুর রাজ্জাকের স্বাগত বক্তব্যের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপর মঞ্চে এসে ইশতেহার ঘোষণা শুরু করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।



শেখ হাসিনা বলেন, প্রতিটি গ্রামকে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করব। আর যুবসমাজ, তারুণ্যের এই শক্তি-ই বাংলাদেশের সমৃদ্ধি। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশের প্রধানতম শক্তি যুবশক্তি। দেশের এই শক্তিকে সুসংগঠিত ও সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিকে রূপান্তরের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ।


মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ক্ষমতাসীন দলের ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com