শিরোনাম
ভিডিও কনফারেন্সে প্রচারণা চালাবেন শেখ হাসিনা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩
ভিডিও কনফারেন্সে প্রচারণা চালাবেন শেখ হাসিনা
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেনে। আগামীকাল (মঙ্গলবার) থেকে এই কার্যক্রম শুরু করবেন তিনি।


আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার বাসভবন 'সুধাসদন' থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা ও প্রচার কার্যক্রমে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ, নড়াইল ও বান্দরবান; বুধবার বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, ককক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভা এবং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।


সংশ্লিষ্ট জেলার এ সকল কর্মসূচিতে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীগণ উপস্থিত থাকবেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল


আরও পড়ুন- নির্বাচনের আগে শেখ হাসিনার চার জনসভা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com