শিরোনাম
আ.লীগের ইশতেহার প্রকাশ মঙ্গলবার
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:০১
আ.লীগের ইশতেহার প্রকাশ মঙ্গলবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দেশি-বিদেশি সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজার খানেক মানুষ দলটির ইশতেহা ঘোষণার অনুষ্ঠানে আমন্ত্রিত।


এবার দলটির ভিশন হতে পারে টোয়েন্টি সেভেনটি ওয়ান। এর আগে ২০০৮ সালের নির্বাচনে ভিশন- টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং ২০১৪ সালের নির্বাচনে ভিশন-টোয়েন্টি ফোরটি ওয়ান ছিল আওয়ামী লীগের ইশতেহারে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ডেল্টাপ্লান-২১০০ বা শতবর্ষের পরিকল্পনার কথা। আওয়ামী লীগের ইশতেহারে সুর্নিদিষ্ট কর্ম-পরিকল্পনা থাকবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, বিদ্যুৎ-জ্বালানিসহ সব খাতের উন্নয়নে। গ্রাম হবে শহরের মত উন্নয়ন।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com