শিরোনাম
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে প্রচার শুরু করবেন শেখ হাসিনা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে প্রচার শুরু করবেন শেখ হাসিনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু করবেন।


রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক একথা জানান।


এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে বলেও তিনি জানান।


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জানান, বুধবার দুপুর আড়াইটায় স্থানীয় শেখ লুৎফর রহমান রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় শেখ হাসিনা ভাষণ দেবেন।


তিনি বলেন, এই জনসভা সফল করতে দলীয়ভাবে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ হল রুমে সোমবার শেখ হাসিনার জনসভার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসএসএফের উপস্থিতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানসহ এসএসএফের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com