শিরোনাম
গুলশানে বিএনপির বঞ্চিতদের হামলা, নয়াপল্টনে তালা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৫
গুলশানে বিএনপির বঞ্চিতদের হামলা, নয়াপল্টনে তালা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলটির মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এমনকি কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় বিএনপির মনোনয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।


এদিকে, শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা দিয়ে কিছুক্ষণ পর খুলে দিলেও রাতে ফের তালা দিয়েছেন আরেক মনোনয়নবঞ্চিত দলের নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থকরা।



দুপুরে নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করে সন্ধ্যায় মনোনয়নবঞ্চিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জড়ো হন। একই সাথে গোপালগঞ্জের একটি আসনে মনোনয়নবঞ্চিত সেলিম উদ্দিনের অনুসারীরাও মিছিল করতে থাকে।


রাত বাড়তে বাড়তে পর্যায়ক্রমে শেরপুর-২ আসনে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, চাঁদপুর-২ আসনে তানভির হুদা, মানিকগঞ্জ-১ আসনে তোফাজ্জল হোসেন তোজা, গাজীপুর-২ আসনে মঞ্জুর কবির রনি, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়নবঞ্চিত শেখ আবদুল্লাহর সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওই কার্যালয়ের সামনে জড়ো হন। এছাড়া রাজবাড়ীর এক প্রার্থীর সমর্থকরাও মিছিল নিয়ে আসেন কার্যালয়ের সামনে।



এ অবস্থায় গুলশান কার্যালয়ের ভেতরে কার্যক্রম বন্ধ করে স্থবিরতা নিয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। কার্যালয়ে আটকা পড়েছেন গণমাধ্যমকর্মীরাও।



কখন আবার বিএনপির মনোনয়ন কার্যক্রম শুরু হতে পারে, তা বলতে পারছেন না দলটির নেতারা। ফলে যারা চূড়ান্ত মনোনয়ন নিতে পারেননি, তারা বেকায়দায় পড়েছেন।


বিক্ষোভকারীদের শান্ত করতে রাতে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, ‘আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান বিদেশে। এ অবস্থায় আপনারা সবাই ধৈর্য ধরুন। আপনারা দলের পরীক্ষিত নেতাকর্মী।’


মাইকে ঘোষণায় বলা হয়, ‘প্রিয় নেতাকর্মীরা, আপনারা আগামীকাল (রবিবার) সকাল ১০টায় আসবেন। কাল সকালে মনোনয়ন বিতরণ করা হবে। কেউ কোনো ঝামেলা করবেন না। সবাই চলে যান।’



ঘোষণায় আরও বলা হয়, ‘সবাই দয়া করে শুনুন, এটা আমাদের সবার অফিস। আজকে কোনো মনোনয়ন বিতরণ করা হবে না, কারও মনোনয়ন দেওয়া হবে না। দয়া করে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করবেন না।’


এদিকে, বিএনপি মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে দেশের বিভিন্ন জেলায়। পঞ্চগড়, গাইবান্ধা, মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে দলীয় কার্যালয়ে হামলা; এমনকি মনোনয়ন পাওয়া প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com