শিরোনাম
আ.লীগের অনেকেই পালিয়ে যেতে পারে: রব
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫
আ.লীগের অনেকেই পালিয়ে যেতে পারে: রব
লক্ষীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'হেরে গেলেও দেশ ছেড়ে যাব না।', আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই উদ্ধৃতি উল্লেখ করে জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব বলেছেন, 'দেশ ছেড়ে ইতিমধ্যে তাদের অনেকে চলে গেছেন। সামনে কিছুদিনের মধ্যে সরকারি দলের প্রার্থীসহ অনেকেই পালিয়ে যেতে পারেন। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়া করেছেন, মন্ত্রী পাড়া করেছেন, জনতার আদালতে তাদের বিচার হবে। এজন্য তারা দেশ ছেড়ে পালাবেন।’


রবিবার লক্ষীপুর প্রেসক্লাবের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


আ স ম আব্দুর রব বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধী দল নির্বাচন করবে না। আমারতো মনে হচ্ছে, সরকার দলই নির্বাচন করবে না। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তখন সরকার দেখছে তাদের বিপক্ষে ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে।'


রব বলেন, ‘মা বোনেরা যেন ঘর থেকে বেরিয়ে নিরাপদ থাকতে পারে সেটি নিশ্চিত করতে হবে। রাতের বেলায় ধরে নিয়ে যাবে, সকাল বেলা লাশ পাওয়া যাবে, এটাতো গণতন্ত্র নয়। এজন্য তো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করিনি। জাতীয় ঐক্যফন্টের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। আন্দোলন অব্যাহত রেখে ভোটের দিন গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ভোট বিপ্লব ঘটাতে হবে।’


পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো নেতা, এমপি, মন্ত্রীর ধারক বাহক হিসেবে জনগণের বিরুদ্ধে যাবেন না। আপনারা আমাদের শত্রু নন, আমরাও আপনাদের শত্রু নই।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেএসডির সহ-সভাপতি বেগম তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।


বিবার্তা/সুমন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com