শিরোনাম
অবসরপ্রাপ্ত দেড় শতাধিক সামরিক কর্মকর্তা আ.লীগে
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ২২:০১
অবসরপ্রাপ্ত দেড় শতাধিক সামরিক কর্মকর্তা আ.লীগে
ছবি: পিআইডি।
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে কাজ করবেন তারা।


মঙ্গলবার বিকালে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে একাত্মতা প্রকাশ করেন তারা। এ উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাগণ যোগ দেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেন, এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনে যুক্ত হয়ে নির্বাচনী কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। আপনি (প্রধানমন্ত্রী) যাতে পরবর্তীতে আবার বিজয়ী হতে পারেন, সে লক্ষ্যে এরা কাজ করবেন। যেমন যাচ্ছে সেভাবে যেন এগিয়ে যেতে পারে, ভবিষ্যতে যেন কোনো বাধা না আসে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।


এছাড়া, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল ওয়াদুদ, রিয়ার এডমিরাল (অব.) হারুনুর রশীদ, এয়ার কমোডর (অব.) কাজী দেলোয়ার হোসেন এবং লেফটেন্যান্ট কর্ণেল (অব.) ডা. কানিজ ফাতেমা অনুষ্ঠানে বক্তৃতা করেন।


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ ফারুক খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মঞ্চে উপস্থিত ছিলেন।


নৌকার পক্ষে নামা সেনা কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তিনজন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ১৮ জন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ১৯ জন, অবসরপ্রাপ্ত কর্নেল ৭ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ২০ জন। এছাড়াও অবসরপ্রাপ্ত মেজর রয়েছেন ৩৫ জন। তাছাড়া ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।


নৌবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল ২ জন, অবসরপ্রাপ্ত কমডোর ৭ জন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ৬ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ১ জন, অবসরপ্রাপ্ত ই ক্যাপ্টেন ৩ জন।


বিমানবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ১ জন, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ২ জন, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ৮ জন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ৭ জন।



অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান, মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসাইন সাদেক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী মণ্ডল, মেজর জেনারেল মোহাম্মদ আলী, মেজর জেনারেল শিকদার মোহাম্মদ শাহাবুদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হক, মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার, লে. জেনারেল আব্দুল ওয়াদুদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল হাসিম খান, লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল মো. রফিকুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল এম এইচ সালাহউদ্দিন, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. রকিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মমিনুল হক, মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, মেজর জেনারেল আব্দুল মতিন, লে. কর্নেল মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সেলিম, মেজর জেনারেল মো. আবুল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম ইকবাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল বশীর, মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম সরকার, মেজর জেনারেল মো. ইমরুল কায়েস, মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, মেজর জেনারেল মো. জাহিদুর রহমান, লে. জেনারেল সাব্বির আহমেদ, মেজর জেনারেল মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজী, মেজর জেনারেল হারুনুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ মো. মহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিউল মাওলা প্রমুখ।



সাবেক নৌ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম মোহাম্মদ আজাদ, রিয়ার অ্যাডমিরাল হারুন-উর- রশীদ, কমোডর ওবায়েদুল হক, কমোডর এম জিয়াউল আহসান, কমোডর আব্দুল মমিন মিয়া, ক্যাপ্টেন এম শাহাদাত হোসেন, রিয়ার অ্যাডমিরাল এএসএম আব্দুল আওয়াল প্রমুখ।


সাবেক বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এয়ার ভাইস মার্শাল কাজী নজরুল হক, এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন, এয়ার কমোডর মোস্তাক আহমেদ, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ খুরশীদ আলম, উইং কমান্ডার কাজী মুনিরুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com