শিরোনাম
নির্বাচনটা দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির মাধ্যম নয়: ইনু
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:১৩
নির্বাচনটা দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির মাধ্যম নয়: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনটা দণ্ডপ্রাপ্ত কোনো আসামির মুক্তির মাধ্যম নয়। নির্বাচন হচ্ছে একটি সাংবিধানিক বিধান এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কখনও কোনো জঙ্গি-সন্ত্রাসীকে রাজনীতিতে হালাল করার জন্য নয়।


‘নির্বাচন যাওয়াটা ঐক্যফ্রন্টের আন্দোলনের অংশ, এর মাধ্যমে দেশে আন্দোলন সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।


মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন হাসানুল হক ইনু। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি নেতারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে, বানচাল করতে এবং আদালতকে প্রশ্নবিদ্ধ করতে নানা মিথ্যা অভিযোগ করছে। তাদের এসব থেকে বিরত থাকার আহবান জানাই।


জাসদ সভাপতির মনোনয়নপত্র দাখিলের সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, নারী নেত্রী আফরোজা হক রিনা, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com