শিরোনাম
ইসলামি দলগুলো প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে: আমু
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১৯:০৫
ইসলামি দলগুলো প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে: আমু
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু জানিয়েছেন, ইসলামি দলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামি সব দল প্রধানমন্ত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছে।


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।


শিল্পমন্ত্রী বলেন, ‘আর কিছুদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই, এই নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ ভোট প্রয়োগ করুক। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের আতঙ্কিত করে। বিভিন্ন দাবি-দাওয়া দিয়ে নির্বাচন বানচালের প্রক্রিয়া দেখছি।’


মন্ত্রী বলেন, ‘আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা এ দেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারত ও মিয়ানমার থেকে সমুদ্রসীমা অর্জন করছেন। যে সমুদ্রের তলদেশে এমন সম্পদ রয়েছে, যা আমরা জানি না। কিন্তু পরাশক্তিরা তাদের স্যাটেলাইটের মাধ্যমে আগেই জানতো। সেই সম্পদ যদি আমরা ঠিকভাবে আরোহন করে ব্যবহার করতে পারি, এই বাংলাদেশ পৃথিবীতে অন্যতম ধনী দেশ হিসেবে পরিণত হতে পারবে।’


আমীর হোসেন আমু বলেন, ‘মহানবীর (সা.) মাধ্যমে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। যার মধ্যে দেখতে পাই শুধু ধর্মীয় অনুশাসন নয়, রাজনৈতিক অনুশাসন, রাষ্ট্রীয় অনুশাসন, পারিবারিক অনুশাসন থেকে শুরু করে সবকিছু লিপিবদ্ধ রয়েছে। যদি আমরা (কোরআন) সত্যিকারভাবে অনুসরণ করি, তবে পারিবারিক, রাষ্ট্রীয় শান্তি বজায় থাকবে।’


শিল্পমন্ত্রী জানান, এদেশে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস হয়নি এবং হবেও না সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com