
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার কিছু সময় পর এ কার্যক্রম শুরু হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড। হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন।
মনোনয়ন বোর্ডে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ সিনিয়র নেতারা।
শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ করে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।
সারা দেশের ৩০০ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, মঙ্গলবার তাদের সবার সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকার উপলক্ষে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা ভিড় জমেছে। সেখানে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন। তারা সবাই আজ এসেছেন সাক্ষাৎকার দিতে।
বিবার্তা/শান্ত/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net