শিরোনাম
তারেকের বিষয়ে করার কিছু নেই: ইসি সচিব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৮, ২১:২৫
তারেকের বিষয়ে করার কিছু নেই: ইসি সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্কাইপে মনোয়নয়প্রত্যাশীদের তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনও করণীয় নেই। সে বিদেশে থাকায় তার ক্ষেত্রে আচরণবিধি পালন বা লঙ্ঘন প্রযোজ্য নয়।


সোমবার ইসির জরুরি বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।


সাংবাদিকদের হেলালুদ্দীন আহমদ বলেন, তারেক রহমান বিদেশ থেকে অনলাইনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সেজন্য তার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য হবে বলে প্রতীয়মান হচ্ছে না। তবে এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি নির্দেশনা আছে। সেটি প্রতিপালন করা সকলের জন্য বাধ্যতামূলক।


এদিকে নয়াপল্টনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় দলটির কার্যালয়ের সামনে সংঘর্ষের প্রতিবেদন পেয়েছে ইসি। এ বিষয়ে ইসি সচিব জানান, সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। সুতরাং এ ব্যাপারে সে অনুযায়ী তদন্তসহ সব কার্যক্রম চলতে কোনও বাধা নেই। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কোনও নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেবে ইসি।


প্রসঙ্গত, সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী নির্বাচন কমিশনে জরুরি এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com