শিরোনাম
নির্বাচন কমিশনকে আরো দৃঢ় হতে হবে : এনডিপি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৮, ১৮:০৮
নির্বাচন কমিশনকে আরো দৃঢ় হতে হবে : এনডিপি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তফ্রন্টের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আতঙ্ক, উৎকণ্ঠা ততোই বেড়ে চলেছে। সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে নিবার্চন কমিশনকে আরো কার্যকর ও শক্তিশালী হতে হবে।


সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে যেভাবে সব দল নির্বাচনমুখী হয়েছে, নির্বাচন কমিশনকে এই পরিবেশ বজায় রাখার জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন যারা নির্বাচন আচরণবিধি লংঘন করে রাস্তায় ও দেয়ালে বড় বড় রঙিন বিল বোর্ড ও পোস্টার ঝুলিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com