শিরোনাম
বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রবিবার শুরু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ২১:২৫
বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রবিবার শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়ার কাজ শেষ করেছে বিএনপি। এবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলটি। আগামী ১৮ নভেম্বর, রবিবার থেকে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।


শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।


রুহুল কবির রিজভী বলেন, ‘রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শুরু হবে রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে। একই দিন রাজশাহী বিভাগেরও সাক্ষাৎকার নেওয়া হবে।’


সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা-উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।


'নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান'


সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘বিগত ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেখানে বিএনপিকে প্রাপ্য তথ্য দিয়ে নির্বাচন কমিশন কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না।’


আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিসে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবাধ বিচরণ ঘটছে উল্লেখ করে রিজভী বলেন, ‘অফিসটি বর্তমানে আওয়ামী লীগ অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশে পরিচালিত হচ্ছেন নির্বাচন কমিশনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকারের নির্দেশ প্রতিফলন ঘটানোর জন্য নির্বাচন কমিশনে নিয়মিত অফিস করছেন আওয়ামী লীগের নির্বাচন বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবলা।’


তিনি বলেন, ‘২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে যে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল সেই দলের মধ্যে অন্যতম ছিলেন এই বাবলা। এরপর গত ৭ এবং ১৪ নভেম্বর আওয়ামী লীগের প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচন কমিশনে যান বাবলা। তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভয় দেখিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকেন। গোপনে তথ্য না দিলে তাদেরকে বদলিসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে থাকেন।'


বিএনপি কার্যালয়ে পুলিশি হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আরেকজন আওয়ামী লীগের সুবিধাভোগী লোক হচ্ছেন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহমেদ খান। পুলিশের আইজিপি-কে বিএনপি'র কার্যালয়ে সভা-সম্মেলন বন্ধ করার জন্য চিঠি দিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই চিঠিতে স্বাক্ষরকারী হলেন এই ফরহাদ। ফরহাদ ও বাবলা যৌথভাবে আজ্ঞাবহ ইসি ও সরকারের কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। তারা আওয়ামী লীগের নেতাদের জন্য নির্বাচন কমিশন থেকে স্মার্টকার্ডের পরিচয়পত্র সংগ্রহ করে দেন।’



তিনি বলেন, ‘কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান ছিল শান্তিপূর্ণ। কিন্তু তার (ফরহাদ আহমেদ) পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশের কর্মকাণ্ডের মাধ্যমে সে প্রমাণ আমরা দেখলাম। কারা কার্যালয়ের সামনে রাখা পুলিশের গাড়িতে হেলমেট পরিহিতি ক্যাডারদের পাঠিয়ে আগুন লাগিয়ে দেয়? যাতে দোষ বিএনপির হয়। এ ধরনের পরিকল্পিত নাশকতা আওয়ামী লীগ খুব ভালোভাবেই করতে পারে। আর এই পরিকল্পিত হামলাকে কেন্দ্র করেই তারা বিএনপি'র সিনিয়র নেতাদের গ্রেফতার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও গ্রেফতারকৃতদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’


রিজভী বলেন, পুলিশের আচরণ দেখে আমাদের মনে হয়েছে নির্বাচনে সরকারকে বিজয়ী করতে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ বলছে তারা ৬৮ জন নেতাকর্মীকে আটক করেছে। কিন্তু আমরা ১৫০ জন নেতাকর্মীকে নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাচ্ছি। এদের মধ্যে আবার ৩৮ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com