শিরোনাম
হিরো আলমকে নিয়ে আলোচনা ভারতেও!
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ১৬:২৯
হিরো আলমকে নিয়ে আলোচনা ভারতেও!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলমের অংশগ্রহণ নিয়ে খবর হয়েছে ভারতেও। বিবিসি বাংলা, ইন্ডিয়া টাইমসসহ দেশটির বিভিন্ন গণমাধ্যমে চলছে হিরো আলমকে নিয়ে লেখালেখি।


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী হতে যাচ্ছেন তিনি। এ কারণে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। বাংলাদেশসহ ভারতীয় গণমাধ্যমে হিরো আলমের সাথে সাথে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তথা জাতীয় পার্টিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।


হিরো আলম বলেন, নির্বাচনের সিদ্ধান্তে অটল আছি। লাঙ্গল মার্কা আমার পছন্দের। এজন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র নিয়েছি এবং জমাও দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যাচার চলছে। এসবে কেউ কান দিবেন না। আমার চেহারা খারাপ, ধন-সম্পদ নেই। কয়েকটি অনলাইন পত্রিকা যা ইচ্ছে তাই লিখছে। ওদের মাঝে সত্যের আলো নেই। গণমাধ্যম আমাকে হিরো বানিয়েছে, মানুষের কাছে তুলে ধরেছে। কোটি কোটি মানুষের ভালোবাসা আছে আমার সাথে।


উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।


বিবার্তা/নজরুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com