শিরোনাম
খালেদার জন্য ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১১:৩৫
খালেদার জন্য ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্যদিয়ে শুরু হলো বিএনপির মনোনয়নপত্র বেচা-কেনা।


রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র কেনা হয়।


খালেদার জন্য ফেনী-১ আসনে ফখরুল, বগুড়া-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন।


তিনজনের হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মহাসচিব। তিনি ঠাকুরগাঁও-১ আসনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র নিয়েছেন।


বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে ফেনী-১ ও বগুড়া-৬ আসন থেকে দীর্ঘদিন পর অন্য দলের প্রার্থী এমপি নির্বাচিত হয়।


বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আক্তার ফেনী-১ এবং জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর বগুড়া-৬ আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন (ভিপি), যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com