শিরোনাম
ধানের শীষ প্রতীকে ভোট করবে বিএনপিসহ ৮ দল
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৮:৫১
ধানের শীষ প্রতীকে ভোট করবে বিএনপিসহ ৮ দল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে বিএনপিসহ নিবন্ধিত আটটি দল। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনকে (ইসি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায় বিএনপির প্রতিনিধি দল।


প্রতিনিধি দলে ছিলেন শায়রুল কবির খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকারসহ অনেকে।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।


দলগুলো হলো- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।


আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর তিনদিনের মধ্যে জানাতে হয়, কোন দল কী প্রতীকে নির্বাচন করবে। রবিবার ছিল এর শেষ দিন।


আগামী ২৩ ডিসেম্বর রবিবার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর শুক্রবার।


বিএনপির মনোনয়ন ফরম বিক্রি সোমবার থেকে


এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৫ হাজার টাকায় মিলবে বিএনপির মনোনয়ন ফরম। তবে জমা দেয়ার সময় লাগবে আরোও ২৫ হাজার টাকা। সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।


রবিবার বিকেলে ৫টায় নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


তিনি জানান, সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার (১৩ নভেম্বর) একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।


এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।


ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেয়িং ফিল্ডের ন্যূনতম শর্ত এখনও পূরণ হয়নি।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com