শিরোনাম
প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৪:১৫
প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


রবিবার দুপুর একটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।


মানুষের স্রোত ঠেলে মাশরাফির দলীয় অফিসে প্রবেশে দেরি হয়। কারণ মাশরাফির আগমন উপলক্ষে ধানমন্ডি কার্যালয়ে ব্যাপক জনসমাগম হয়েছে। তার সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।


এর আগে ভোটে নৌকা প্রতীকে লড়াই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছেন মাশরাফি। রবিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান মাশরাফি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।


আগামী নির্বাচনে যারা নৌকা প্রতীকে প্রার্থী হতে যাচ্ছেন, তাদের মধ্যে ক্রিকেটার মাশরাফি একজন। তাকে এবারের নির্বাচনের চমক হিসেবে রাখছে দলটি।


আওয়ামী লীগ নেতারা জানান, মাশরাফিকে প্রার্থী করার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফির জন্য নড়াইল-২ আসন বেছে রেখেছে আওয়ামী লীগ।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com